আফগানিস্তানের জালালাবাদে শিক্ষা মন্ত্রণালয়ের এক কার্যালয়ে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। হামলায় এক প্রহরী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে এই হামলা চালানো হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিরাপত্তা বাহিনীরা বন্দুকধারীদের সঙ্গে লড়ে যাচ্ছেন।
খবরে বলা হয়, ঘটনাস্থলে অন্তত দু’টি বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস শিনওয়ারি জানান, ঘটনায় অন্তত একজন প্রহরী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। কিন্তু হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।
দুই সপ্তাহের মধ্যে নানগরহার প্রদেশের জালালাবাদ শহরে এ নিয়ে তিনটি বড় ধরণের হামলা চালানো হয়েছে। এর আগে ১ জুলাই এক বিস্ফোরণে শিখ ধর্মাবলম্বীদের একটি দল নিহত হন। এরপর মঙ্গলবার এক হামলায় ১২ জন নিহত হন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোন গোষ্ঠী বুধবারের হামলার দায় স্বীকার করেনি। কিন্তু পূর্ববর্তী হামলা দু’টি জঙ্গি গোষ্ঠী আইএস চালিয়েছে বলে দাবি করেছে।