আফগানিস্তানে সামরিক ঘাঁটি স্থাপন করতে যাচ্ছে চীন। ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট (ইটিআইএম) নামের জঙ্গি সংগঠনকে নির্মুলে এ ঘাঁটি স্থাপন করবে দেশটি। এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে বলে উভয় দেশের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
আফগানিস্তানের ওয়াখান করিডোর দুর্গম একটি অঞ্চল। ওয়াখানের উত্তরে পামির এবং দক্ষিণে কারাকোরাম-এর অবস্থান। দুই দুর্গম পর্বতমালার মাঝখানে ওয়াখান একটা উপত্যকার মতো এলাকা।
ওয়াখানের পূর্ব প্রান্ত চীনের শিনচিয়াং প্রদেশের সঙ্গে সংযুক্ত। চীনের সংখ্যালঘু উইঘুর মুসলিমদের একটি বিশাল অংশের বাস এই শিনচিয়াঙে। বিদ্রোহী উইঘুররা শিনচিয়াং প্রদেশে প্রায়ই নাশকতা চালায়।
আর এই নাশকতা রুখতেই ওয়াখান করিডোরে সামরিক ঘাঁটি স্থাপন করতে যাচ্ছে চীন। জঙ্গি অনুপ্রবেশ রুখতে আফগানিস্তানের সঙ্গে অনেকেদিন ধরে চীনের সংলাপ চলছে বলে জানা গেছে।