আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় অন্তত ৮০ জঙ্গি নিহত হয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ওই ৮০ জন জঙ্গি নিহত হয়। এমনটাই আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় তরফে জানানো হয়েছে।
একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, নানগারহার, গজনি, পাকতিয়া, ওয়ার্দাক, হেরাত, ফারাহ, বাদগিস, ফারিয়াব, কান্দুজ এবং হেলমান্দ প্রদেশে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়।
ওই সংঘর্ষে আরও অন্তত ৩১ জন জঙ্গি আহত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। কান্দুজ প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে জঙ্গিদের অন্তত তিনটি ঘাঁটি ধ্বংস হয়েছে বলেও বিবৃতিতে বলা হয়েছে।