আফগানিস্তানে দুটি পৃথক অভিযানে অন্তত ৯ জঙ্গি নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার একথা নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে পাঁচজন তালেবান ও চারজন ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি।
আফগান সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রদেশটির পশ্চিমাঞ্চলীয় এলাকা হিসারকে আফগান সেনাবাহিনীর এক অভিযানে পাঁচ তালেবান জঙ্গি নিহত ও আরো তিনজন আহত হয়।
অন্য আরেকটি ঘটনায় নানগড়হারের দক্ষিণাঞ্চলীয় ডিল বালা এলাকায় আফগান বিমানবাহিনীর এক বিমান হামলায় চার আইএস জঙ্গি নিহত হয়েছে।