সিরিয়ার আফরিনে সশস্ত্র কুর্দিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে তুরস্কের সামরিক বাহিনী। গতকাল এ অভিযানে তুর্কি বাহিনীর সবচেয়ে রক্তক্ষয়ী দিন পার করতে হয়েছে। শনিবার কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াদের পাল্টা হামলায় পাঁচজন তুর্কি সেনা নিহত হয়েছে।
নিহতদের মধ্যে একটি ট্যাংকের পাঁচজন রয়েছে। ট্যাংটিতে হামলা চালিয়ে পাঁচ তুর্কি সেনাকে হত্যা করেছে কুর্দি ওয়াইপিজি বাহিনী।
এ হামলার প্রতিবাদ করেছে তুরস্কের সরকার। তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়েলদ্রিম বলেন, এ প্রাণহানীর ঘটনা দ্বিগুণ রক্তক্ষয়ের মাধ্যমে প্রতিশোধ নেওয়া হবে।
তিনি আরো বলেন, তুরস্কের অভ্যন্তরে কুর্দি বিদ্রোহীদের নিক্ষেপ করা রকেটের আঘাতে পাঁচ বেসামরিক তুর্কি নাগরিক নিহত হয়েছেন।
এই অভিযানের আগে আরো দুজন তুর্কি সেনা নিহত হয়। সর্বশেষ এই হামলায় এখন পর্যন্ত তুর্কি নিহতের সংখ্যা দাঁড়ালো সাতজনে।
গত ২০ জানুয়ারি কুর্দি অধ্যুষিত আফরিনে ওয়াইপিজের অপারেশন অলিভ ব্রাঞ্চ নামের সামরিক অভিযান শুরু করে তুরস্ক।
কুর্দিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করে তুরস্ক। প্রথম দিনের বিমান ও কামান হামলার পর আফরিনে তুর্কি সেনারা স্থল অভিযান শুরু করে।