ডিএমপি নিউজঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ রাব্বীকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত এস এম মাহমুদ সেতুকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত।
বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ ওয়াহিদুজ্জামান ডিএমপি নিউজকে বলেন, গ্রেফতারকৃত এস এম মাহমুদ সেতুকে সাত দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করে।
গত ২৭ অক্টোবর, ২০১৯ সন্ধ্যায় সাতটার দিকে এস এম মাহমুদ সেতুকে রাজধানীর বাংলামোটর থেকে গ্রেফতার করেছিল গোয়েন্দা পুলিশ।