ডিএমপি নিউজঃ সারাদেশে গত কয়েক দিন ধরেই তাপমাত্রা বাড়ছে। দিন ও রাতের এই তাপমাত্রা আগামী কয়েকদিন আরও বাড়তে পারে।
মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে ৬ দশমি ক ৪ ডিগ্রি সেলসিয়াস।
সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস দিয়ে এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, রাতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগসহ রাজশাহী ও পাবনা অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে জানিয়ে আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগারে অবস্থান করছে।
আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ায় সামান্য পরিবর্তন আসতে পারে। আর পাঁচ দিনের মধ্যে দেশে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।