
ছবি-সংগৃহীত
এর আগে ভারী পারমাণবিক ওয়্যারহেড বহনের সক্ষমতা যাচাই করতে নতুন একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুসং এলাকা থেকে ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।
ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পর প্রায় সাতশ কিলোমিটার পর্যন্ত উড়ে জাপান সাগরে গিয়ে পড়ে। গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দাবী করেছিল যে, পিয়ংইয়ং নতুন কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়নি।
অন্যদিকে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, নতুন ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পর ৫শ কিলোমিটার দূরে আঘাত হেনেছে।