চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। গত দু মাসের মধ্যে এ নিয়ে দুই নেতা দ্বিতীয় দফা বৈঠক করলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের আগে কিম জং চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন।
চীনা সরকারি বার্তা সংস্থা শিনহুয়া মঙ্গলবার জানিয়েছে, সোম ও মঙ্গলবার উপকূলীয় শহর দালিয়ানে দু নেতার বৈঠক হয়। তারা দ্বিপক্ষীয় সম্পর্ক ও অভিন্ন গুরুত্বপূর্ণ ইুস্যতে সামগ্রিক এবং গভীরভাবে মত বিনিময় করেন।
গত মার্চ মাসে কিম জং উন চীন সফর করেন। ২০১১ সালে ক্ষমতায় আসার পর এটাই ছিল উত্তর কোরিয়ার বাইরে প্রথম সফর।
বৈঠকে দু নেতা একমত হয়েছেন যে, যতক্ষণ পর্যন্ত অন্যপক্ষ শত্রুতা ও হুমকির নীতি বাদ না দেবে ততক্ষণ পর্যন্ত উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ করা যাবে ন।