শাহরুখ-কাজল মানেই রোমান্টিকতার নতুন রসায়ন। এই জুটিকে যতবারই পর্দায় একসঙ্গে দেখা গেছে সিনেমা হলে সিটি পড়েছে। এবার আবারও বলিউডের সবচেয়ে রোমান্টিক এই জুটিকে রূপালি পর্দায় ফিরিয়ে আনছেন পরিচালক-প্রযোজক করণ জোহর। পরিচালক নিজেই ইনস্টাগ্রামে বিষয়টি জানিয়েছেন।
শাহরুখ বরাবরই করণের ‘ব্লু আইড বয়’। আর কাজল তো প্রিয় বান্ধবী। তবে এই বন্ধুত্বে কিছুদিন আগে চিড় ধরেছিল। অজয় দেবগণের ‘শিবায়’ ছবির সঙ্গে মুক্তি পায় করণের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’।
ছবি মুক্তির আগেই অজয় টুইট করেন, টাকা দিয়ে নিজের ছবির পক্ষে ও ‘শিবায়’-এর বিপক্ষে প্রচার চালাচ্ছেন করণ। এজন্য তিনি ব্যবহার করছেন কামাল আর খানের মতো সমালোচককে। স্বামী ও ২৫ বছরের সবচেয়ে ভালো বন্ধুর মধ্যে স্বামীর পক্ষেই ছিলেন কাজল। ফলে চিড় ধরে বহু বছরের বন্ধুত্বে। তবে কাজল-করণের ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতেও সময় লাগেনি। রাগ গলতে করণ নিজেই ইনস্টাগ্রামে ঘোষণা দিলেন খবরটি।
কিছুদিন আগে ‘কুছ কুছ হোতা হ্যায়’ স্মৃতি উসকে কাজল-রানির সঙ্গে সেলফি দিয়েছিলেন কিং খান। তাতে দুধের সাধ ঘোলে মিটিয়ে ছিলেন ভক্তরা। তবে আর অপেক্ষা নয়।আবারও মাল্টিস্টার নিয়ে ছবি তৈরি করতে চলেছেন করণ। শাহরুখ-কাজলের পাশাপাশি ছবিতে রণবীর-আলিয়াকে একসঙ্গে পাবেন ভক্ত-দর্শকরা। আপাতত পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমা নিয়ে ব্যস্ত করণ। এ ছবির কাজ শেষ হলেই শুরু হবে তার এ নতুন মিশন।