আতঙ্কের স্মৃতি উস্কে ভূমিকম্পে কাঁপল নেপাল৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫৷ শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ কেঁপে ওঠে কাঠমান্ডু সংলগ্ন এলাকা৷ ভূপৃষ্ঠের দশ কিমি অভ্যন্তরে কম্পনের উৎসস্থল বলে জানা গিয়েছে৷
এর আগে, বুধবার বিকেলেও জোরালো কম্পন অনুভূত হয় নেপালের রাজধানী এলাকায়৷ রিখটার স্কেলে এর মাত্রা ছিল৫.৫৷ কম্পন ছড়িয়ে পড়ে উত্তরাঞ্চলেও৷ দেরাদুন থেকে ১২১ কিমি পূর্বে ছিল উৎসস্থল৷ উত্তরাখন্ডের রুরকিতেও কম্পন অনূভুত হয়৷
এর আগে ২০১৫ সালে ৭.৮ মাত্রার ভয়াবহ কম্পনে তছনছ হয়ে যায় নেপালের একাংশ৷ মারা যান প্রায় ৯০০০ মানুষ৷ আহত হন অন্তত ২২০০০ জন৷ গত আট দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ওই ভূমিকম্পে ক্ষতি হয় ঐতিহাসিক স্থাপত্য, ঘরবাড়ির৷
সেই সময় জাতীয় শোক দিবস ঘোষণা করে নেপাল সরকার৷ সেই ভূমিকম্প একই সঙ্গে অনুভূত হয় পার্শ্ববর্তী ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভুটান ও তিব্বতে।