আবারও ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর একটি বিমান। বৃহস্পতিবার ভারতীয় সেনার সুখোই-৩- জেটটি আসামের তেজপুরে ভেঙে পড়ে। দুই পাইলট আহত হলেও তারা বেরিয়ে আসতে পেরেছেন বলে জানা যায়। কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
এর আগে, গত মার্চ মাসে রাজস্থানের যোধপুরে ভেঙে পড়ে মিগ ২৭ যুদ্ধবিমান। ভারতীয় বিমান সেনার এই মিগ বিমানটি রুটিন মোতাবেক মহড়া দিচ্ছিল বলে খবর। তারও আগে গত ফেব্রুয়ারিতে মধ্য কাশ্মীরের বুদগামে ভেঙে পড়ে ভারতীয় বিমান সেনার আরও একটি যুদ্ধবিমান। বিমানে আগুন লেগে যায়। এতে দুই পাইলট নিহত হয়।