‘শিকারি’ ছবির মাধ্যমে শাকিব খান আর শ্রাবন্তী প্রথম জুঁটি বেঁধে কাজ করেন। ছবিটি দুই বাংলায় প্রশংসিত হয় । এই জুটিকে আবারও দেখা যাবে পর্দায়। ছবির নাম ‘বয়ফ্রেন্ড’। শাপলা মিডিয়ার প্রযোজনায় ছবিটি নির্মাণ করবেন উত্তম আকাশ।
দুই বছর পর আবারও শাকিব-শ্রাবন্তীর পর্দা রসায়ন উপভোগ করবেন দুই বাংলার দর্শকরা । জানুয়ারি থেকেই ছবিটির শুটিং শুরু হবে বলে জানান পরিচালক উত্তম আকাশ।