উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ তৃতীয় মেয়াদে জয়লাভ করেছেন। ৮৮ দশমিক ৬১ শতাংশ ভোটে তিনি জয়লাভ করেন বলে সোমবার জানিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
গত ২৫ বছরের বেশি সময় ধরে উজবেকিস্তান শাসন করা ইসলাম করিমভ সেপ্টেম্বরে মারা যাওয়ার পরপরই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন শাভকাত মিরজিওয়েভ। প্রেসিডেন্ট কারিমভের আমলে ২০০৩ সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে এসেছেন ৫৯ বছর বয়স্ক মিরজিওয়েভ।
মিরজিওয়েভ তার জনপ্রিয়তা বাড়াতে ইসলাম কারিমভের আমলে নেওয়া কিছু অজনপ্রিয় নীতি পাল্টেছেন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক্ও মেরামতের কাজ শুরু করেছেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে লড়াই, নাগরিক অধিকারের সুরক্ষা ব্যবস্থা উন্নত করা এবং ব্যবসার রেজিস্ট্রেশন সহজ করার মত বেশ কিছু জনপ্রিয় কর্মসূচিও নিয়েছেন মিরজিওয়েভ।