ডিএমপি নিউজঃ সোনালী ব্যাংক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অংশ নেয়া চক্রের ০৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম।
গ্রেফতারকৃতদের নাম-মোঃ আহসানুজ্জামান, মোঃ মমিনুল ইসলাম ওরফে মমিন (২৯), রিয়াশদ হোসেন সেতু (৩০), মোঃ রাশিদুল ইসলাম ওরফে তাজুল (৩১) ও মোঃ শামসুজ্জামান ওরফে পলাশ (২৯)।
২০ এপ্রিল, ২০১৮ ডিবি (উত্তর) বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম সকাল ৯.৪৫-১১.৩৫ টার দিকে রাজধানীতে অভিযান চালিয়ে লালবাগ থানাধীন ইডেন মহিলা কলেজ, মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয় এবং তেজগাঁও সরকারী উচ্চ বিদ্যালয় এর পরীক্ষাকেন্দ্র হতে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সোনালী ব্যাংক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী এই পাঁচজনকে গ্রেফতার করে।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা সকলে বিশেষ ধরনের ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষায় অংশগ্রহণ করে। এছাড়াও তারা মোটা অংকের টাকার বিনিময়ে হলের বাইরে থেকে প্রশ্নের উত্তর সরবরাহ করত।
এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে লালবাগ থানায় একটি মামলা রুজু হয়েছে।
এর আগে একই অভিযোগে ডিবি (উত্তর) বিভাগ রাজধানী থেকে গত ৭ এপ্রিল ১০ জনকে ও ১৭ এপ্রিল ৩ জনকে গ্রেফতার করেছিল।
নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ব্যাংক কর্মকর্তাসহ গ্রেফতার ১০
পরীক্ষাকেন্দ্রে উত্তর সরবরাহকারীদের মূলহোতা পুলকেশ গ্রেফতার