একজন করেছেন সেঞ্চুরি; আরেকজন নিয়েছেন পাঁচ উইকেট। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচনে এনামুল হক ও মাশরাফি বিন মর্তুজাকে তাই আলাদা করা যায়নি। আবাহনীকে অবশ্য ঢাকা প্রিমিয়ার লিগের বাদবাকি দলগুলোর চেয়ে আলাদা করা যায় সহজেই। কাল যে তারা পেল টানা পঞ্চম জয়!
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী–শেখ জামাল : আবাহনী ৫০ ওভারে ২৭০/৭ (এনামুল ১১৬, মোসাদ্দেক ৪৯; রবিউল ৩/৪৭)। শেষ জামাল ৪৫.৩ ওভারে ২২৩ (নুরুল ৮৩, সাক্সেনা ৪৩; মাশরাফি ৫/২৯)। ফল : আবাহনী ৪৭ রানে জয়ী। ম্যাচসেরা : মাশরাফি বিন মর্তুজা ও এনামুল হক।