লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো সর্বকালের সেরা ফুটবলার কে? এমন প্রশ্নে একেক জন একেক যুক্তি তুলে ধরে উত্তর দেন। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে অবশ্য দুইজনকেই সেরা মেনেছেন। কখনও মেসিকে এগিয়ে রেখেছেন আবার অনেক সময় রোনালদোকে। তবে এবার নিজেকে সেরাদের সেরা বলেছেন পেলে।
বর্তমান বয়স ৭৯ বছর। তিনবার বিশ্বকাপ জয়ের পাশাপাশি রয়েছে ১ হাজার ২৮১ ক্যারিয়ার গোল। এরমধ্যে আরও কত যে গোল করেছেন সেগুলোর হিসেবও রাখা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরেই একটি পক্ষ তাকে সর্বকালের সেরা হিসেবেই গণ্য করে আসছে।
গেল ১২টি আসরের ১১বারই মেসি এবং রোনালদো বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিতে এসেছেন। ছয়টির মালিক মেসি। পাঁচটি রয়েছে রোনালদোর ঝুলিতে।
যদিও ব্রাজিলের ইতিহাসে সেরা ফুটবলার পেলে মনে করেন বর্তমান সময়ের প্রেক্ষিতে রোনালদো সবচেয়ে গ্রহণযোগ্য ফুটবলার।
সম্প্রতি এক সাক্ষাতকারে তিনি বলেন,‘বর্তমানে সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড় রোনালদো। তাই বলে মেসির অবদান অস্বীকার করা যাবে না।’
পেলের সঙ্গে অনেকেই ডিয়েগো ম্যারাডোনার তুলনা করে থাকেন। যদিও আর্জেন্টাইন ফুটবলের মহানায়ক কোনোদিনও কালো মানিক খ্যাত পেলের সেরাদের তালিকায় স্থান করে নিতে পারেননি।
মেসি-রোনালদো থেকে পেলে সেরা? ‘এমন প্রশ্নের জবাব অনেক বার দিয়েছি।’ উল্লেখ করেন তিনি।
‘আমাদের উচিৎ জিকো এবং রোনালদিনহোর (দুই ব্রাজিলিয়ান কিংবদন্তি) মতো ফুটবলারদের না ভোলা। মানুষ সব সময় (ফ্রান্জ) বেকেনবাওয়ার (জার্মান কিংবদন্তি) ও (জন) ক্রুয়েফদের (নেদালর্যান্ডস কিংবদন্তি) মতো ইউরোপিয়ান ফুটবলারদের নিয়ে আলোচনা করত।’
নিজেকে সবার থেকে সেরা দাবি করে পেলে বলেন, ‘এটা আমার দোষ নয়। আমি মনে করে এদের মাঝে সবচেয়ে সেরা আমি। পেলে একটাই ছিল। কোনও দিনও কেউ পেলে হতে পারবে না।’