মধ্যপ্রাচ্যের মরুময় দেশ সংযুক্ত আরব আমিরাত। পারস্য উপসাগর তীরবর্তী দেশটি এবার ট্রানজিট যাত্রীদের জন্য ভ্রমণ ভিসা চালু করতে যাচ্ছে। দেশের পর্যটন শিল্পের বিকাশেই এ ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সোমবার দেশটির মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান ট্যুরিস্ট গন্তব্য আমিরাত। বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণকারী যাত্রীদের মধ্যে যারা দুবাইয়ে ট্রানজিট নেন, তারা যাতে আমিরাতও ভ্রমণ করতে পারেন সেজন্য এ উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার।
খবরে বলা হয়, দেশটির পর্যটন স্পটের মধ্যে দুবাইয়ের ১৬০ তলা ভবন বুর্জ খলিফা ও বিলাস বহুল হোটেল-মোটেল আকৃষ্ট করছে পর্যটকদের। এর মধ্যে রাজধানী আবুধাবি ছাড়াও আজমান, ফুজিরাহ, শারজাহ, দুবাই, রাস আল-খাইমাহ এবং উম আল কাইওয়াইন।
খালিজ টাইমস বলছে, ২০১৭ সালে ৭০ শতাংশেরও বেশি যাত্রী ট্রানজিট হিসেবে আমিরাতের বিভিন্ন বিমানবন্দর ব্যবহার করেছেন; যারা বিশ্বের নানা দেশ ভ্রমণ করেন। এর আগে গত মাসে ট্রানজিট যাত্রীদের জন্য দুবাই বিমানবন্দরের বাইরেও শহরে ঘোরার অনুমতি দেয় দেশটির কর্তৃপক্ষ।