মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকার সঙ্গে চুক্তি না হলে এবং পরমাণু কর্মসূচি বন্ধ না করলে উত্তর কোরিয়ার সামনে কোনো অর্থনৈতিক ভবিষ্যত নেই।
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে শীর্ষ বৈঠক থেকে ফেরার পর মেরিল্যান্ডের অক্সন হিলে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন। কিমের সঙ্গে ব্যর্থ বৈঠকের পর এই প্রথম ট্রাম্প জনসমক্ষে বক্তব্য দিলেন।
ট্যাম্প বলেন, উত্তর কোরিয়া যদি চুক্তি করে তাহলে তাদের জন্য একটি উজ্জ্বল ও অবিশ্বাস্য রকমের অর্থনীতি অপেক্ষা করছে কিন্তু যদি তাদের হাতে পরমাণু অস্ত্র থাকে তাহলে তাদের কোনো অর্থনৈতিক ভবিষ্যত থাকবে না।
গত বুধ ও বৃহস্পতিবার উত্তর কোরিয়ার নেতার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে বৈঠক করেন। বৈঠকের পর দু নেতা চুক্তির বিষয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছেন। কিন্তু বৃহস্পতিবারের বৈঠক থেকে বেরিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, “পিয়ংইয়ং ছাড় দিতে প্রস্তুত তবে ওয়াশিংটন যেসব বিষয়ে আশা করে সেসব ক্ষেত্রে নয়।” সে সময় তিনি আরো বলেছিলেন, উত্তর কোরিয়ার ওপর থেকে সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টিকে পূর্বশর্ত হিসেবে দাঁড় করিয়েছেন কিম জং উন।