আবারও বন্দুকধারীর হামলায় রক্তাক্ত আমেরিকা। এবার ঘটনাস্থল রাজধানী ওয়াশিংটন ডিসি। সোমবার রাতের এই ঘটনায় ছ’জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। হামলাকারীর গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি বলেও খবর।
টুইটারে ওয়াশিংটন ডিসি পুলিশ জানিয়েছে, সোমবার রাতে রাজধানীর উত্তর-পূর্বের এফ স্ট্রিটে আচমকা গুলিবৃষ্টি শুরু করে এক বন্দুকধারী। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মেট্রোপলিটান পুলিশ ডিপার্টমেন্টের প্রধান রবার্ট কন্টে জানিয়েছেন, ওই ঘটনায় ছ’জন গুলিবিদ্ধ হয়েছেন। গুলির আঘাতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, গত কয়েকমাস ধরেই একের পর এক বন্দুকধারীর হামলা হয়েছে আমেরিকায়। পুলিশ ও প্রশাসনের শত চেষ্টা সত্ত্বেও কিছুতেই থামছে না এমন ঘটনা। এহেন পরিস্থিতিতে জুলাই মাসে ইন্ডিয়ানা প্রদেশের একটি শপিং মলে ক্রেতাদের উপর এলোপাথাড়ি গুলিবৃষ্টি চালায় এক ব্যক্তি। ওই ঘটনায় প্রাণ হারান চারজন। আহত হন দুই। পালটা হামলায় নিহত হয় বন্দুকধারীও। তার আগে ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলা চালায় ২২ বছরের এক বন্দুকধারী। ওই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ছ’জন নিরীহ মানুষ। আহত হয়েছিলেন কমপক্ষে ২৪ জন।