মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি২০ সম্মেলনে যোগ দিতে আজ জাপান গেছেন। তবে জাপানে যাওয়ার আগে দেশটিকে অবমাননা করে বক্তব্য রেখেছেন।
তিনি ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকা আক্রান্ত হলে জাপান আমাদের কোনো সহযোগিতাই করতে পারবে না। তাদের সে সক্ষমতা নেই। সে দেশের জনগণ যুক্তরাষ্ট্রের আক্রান্ত হওয়ার সেই দৃশ্য সনি টেলিভিশনে শুধু দেখবে।
আগামীকাল ২৮ জুন জাপানে জি২০ সম্মেলন অনুষ্ঠিত হবে। ট্রাম্প সম্মেলনের অবকাশে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
ট্রাম্প আরও বলেন, “যদি জাপান আক্রান্ত হয় তাহলে তা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমরা আমাদের জীবন ও সম্পদ বাজি রেখে তাদের জন্যে যুদ্ধ করবো। তবে যদি আমরা আক্রান্ত হই তাহলে জাপান আমাদের কোনো প্রকার সহযোগিতাই করতে পারবে না।”
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা মেরে লাখ লাখ জাপানিকে হত্যা করলেও পরবর্তীতে ১৯৫১ সালে সানফ্রান্সিসকো চুক্তির মাধ্যমে আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সামরিক ও কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলে টোকিও।