রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকা যদি স্নায়ুযুদ্ধের সময়কার পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বাতিল করে এবং ইউরোপের মাটিতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে মস্কোও পাল্টা ব্যবস্থা নেবে।
৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার রোসিয়া-১ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ একথা বলেন। পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি টিকিয়ে রাখার জন্য রাশিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে যে প্রস্তাব তুলেছিল তার বিরুদ্ধে গত ২১ ডিসেম্বর ইউরোপের দেশগুলো যে ভোট দিয়েছে তারও নিন্দা করেন ল্যাভরভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে ঘোষণা করেছেন যে, তিনি স্নায়ুযুদ্ধের সময়কার ওই চুক্তি বাতিল করবেন। এরপর মস্কো চুক্তিটি টিকিয়ে রাখার জন্য জাতিসংঘে প্রস্তাব তুলেছিল।
ল্যাভরভ বলেন, “আমরা শুনতে পাচ্ছি যে, ওই চুক্তি থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পর ইউরোপের দেশগুলোতে ব্যাপকমাত্রায় উদ্বেগ দেখা দিয়েছে। কিন্তু পুরো ইউরোপীয় ইউনিয়ন মস্কোর প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে। এর অর্থ হচ্ছে দেশগুলো ইউরোপে ক্ষেপণাস্ত্র মোতায়েনের পক্ষে অবস্থান নিয়েছে। পরিস্থিতি যখন এমন তখন অবশ্যই মস্কো পাল্টা ব্যবস্থা নেবে।
তিনি বলেন, এটা মস্কোর পছন্দের বিষয় নয় বরং ইউরোপের দেশগুলোকেই নিজেদের শান্তি ও হুমকির বিষয়টি বুঝতে হবে। আমেরিকার বলয় থেকে বেরিয়ে স্বাধীনভাবে কাজ করতে না পারার ব্যর্থতার জন্য ল্যাভরভ ইউরোপের সমালাচনা করেন।