আমেরিকা থেকে ১০০টি এফ-৩৫ স্টিলথ জঙ্গিবিমান কেনার পরিকল্পনা করেছে জাপান। ধারণা করা হচ্ছে- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো বিমানবাহী যুদ্ধাজাহাজ বানাচ্ছে জাপান এবং সেই জাহাজের জন্য এসব বিমান কিনবে দেশটি। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন বলেছে, জাপান বেশকিছু জাহাজকে বিমানবাহী জাহাজে পরিণত করার ক্ষমতা রাখে যাতে সমুদ্রের ওপর জঙ্গিবিমান উড়তে পারে।
অন্য কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, জাপান সরকার তার দুটি ইজুমো-ক্লাস হেলিকপ্টারবাহী জাহাজকে বিমানবাহী জাহাজে পরিণত করবে যাতে সমুদ্রের ভেতর জঙ্গিবিমান বহন ও ওড়ানো যায়।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এফ-৩৫ বিমান কেনার খবর নিশ্চিত করে নি তবে তারা বলেছে, অত্যন্ত উঁচু মাত্রার ক্ষমতাসম্পন্ন বিমান কেনার কথা বিবেচনা করছে টোকিও। ডিসেম্বর মাসে এ বিষয়ে সরকার অনুমোদন দেবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
চলতি সপ্তাহের প্রথম দিকে জাপানের বাণিজ্য বিষয়ক পত্রিকা নিক্কি প্রথম এফ-৩৫ বিমান কেনার খবর দিয়েছে এবং বিমান কেনার কাজে ৮৮০ কোটি ডলার খরচ হবে বলে পত্রিকাটি জানিয়েছে।