আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে বার্ষিক সামরিক মহড়া শুরু হয়েছে। এ মহড়া কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণ করার লক্ষ্যে ওয়াশিংটন এবং পিয়ংইয়ংয়ের মধ্যে চলমান আলোচনাকে বিপদগ্রস্ত করতে পারে বলে উত্তর কোরিয়ার পক্ষ থেকে হুমকি দেয়া সত্ত্বেও এটি শুরু হলো ।
সম্প্রতি উত্তর কোরিয়া স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষার পর এ মহড়া শুরু হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র আমেরিকার জন্য কোনো হুমকি সৃষ্টি করবে না।
গত জুন মাসে দুই কোরিয়ার সীমান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন পরস্পরের সঙ্গে সাক্ষাতে দুই দেশেরে মধ্যে স্থবির হয়ে পড়া আলোচনা আবার শুরু করার ব্যাপারে একমত হওয়ার পর এই প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় পিয়ংইয়ং। উত্তর কোরিয়া গত সপ্তাহের পরীক্ষার পর জানিয়েছিল, দক্ষিণ কোরিয়া আমেরিকার সঙ্গে আবার যৌথ সামরিক মহড়া চালানোর যে পরিকল্পনা করেছে তার বিরুদ্ধে এটি একটি ‘আনুষ্ঠানিক সতর্কবার্তা।’
এদিকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জিয়ং কিয়ং দো আজ বলেছেন, পরিকল্পিত যৌথ সামরিক মহড়া চলমান রয়েছে। দক্ষিণ কোরিয়ার জাতীয় পরিষদে দেয়া এক শুনানিতে কিয়ং বলেন, মহড়া শুরু হয়েছে। তবে মহড়া কোথায় শুরু হয়েছে এবং কতদিন যাবৎ এটি চলবে সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেন নি তিনি।