ডিএমপি নিউজঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তাদের নিয়মিত অভিযানে ২৫ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করেছে মাদকদ্রব্য।
আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস ডিএমপি নিউজকে জানান, গত ২৪ ঘন্টায় (২৮/০৩/২০২০ খ্রিঃ ০০.০০ ঘটিকা হতে ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত) আরএমপির থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
তিনি ডিএমপি নিউজকে বলেন, বোয়ালিয়া মডেল থানা-১০ জন, রাজপাড়া থানা-০৬ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০২ জন, কাটাখালী থানা-০১ জন, শাহমখদুম থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০২ জন ও ডিবি পুলিশ-০১ জনকে গ্রেফতার করে।
যার মধ্যে ১৪ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।