ডিএমপি নিউজ: ২৫০০ লিটার চোলাইমদসহ ৪ জনকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ(আরএমপি)। গ্রেফতারকৃতরা হলো-মোঃ জাহেরুল ইসলাম (১৯), মোসাঃ সালেনুর বেগম (২৪), মোসাঃ জাহেমা বেগম (৪৫) ও মোঃ সালোংগীর ডুবারু (৬০)।
অভিযানে নেতৃত্ব দেওয়া আরএমপির কাশিয়াডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরী ডিএমপি নিউজকে জানান, ৪ জানুয়ারি ২০২০ রাত ১২:২০ টায় কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকা হতে চোলাই মদ তৈরীর কাঁচামাল, প্রয়োজনীয় সরঞ্জামদি ও আনুমানিক ২৫০০ লিটার চোলাইমদসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মনসুর আলী আরিফ।