সম্প্রতি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসিকে দলে ভেড়ানোর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বড় দলবদল করে ফেলেছে প্যারিসের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি ।
দলের সব পজিশনেই রয়েছে ফুটবল বিশ্বের নামীদামী সব তারকা। রক্ষণ থেকে আক্রমণভাগ সব পজিশনেই তারকায় পরিপূর্ণ । প্যারিস সেন্ট জার্মেই যেন এখন চাঁদের হাট। মেসি, নেইমার, এমবাপে, রামোস, দি মারিয়াদের মতো তারকাদের একই ছায়াতলে ভিড়িয়েছে ক্লাবটি।
তবে এখানেই শেষ নয়, চমক আরও দিতে চায় ফরাসি জায়ান্টরা। এবার যে বিষয়টি সামনে এসেছে তা হয়ত ফুটবলপ্রেমীরা শুধু কল্পনাতেই ভাবতে পারেন বাস্তবে নয়।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে খেলাইফি সম্ভবত মেসিকে কিনেই থামছেন না। তার নজর এখন ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকে। ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গেও চুক্তি করতে চায় ক্লাবটি। তবে সেটি চলতি মৌসুমে নয়।
বর্তমান ফুটবল বিশ্ব শাসন করে চলছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। অনেকেই এদের দু’জনকে একই দলে খেলতে দেখার স্বপ্ন দেখেছেন। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ও সময়ের অন্যতম সেরা দুই ফুটবলারকে এক দলে, পাশাপাশি খেলার কথা ভাবা কল্পনাতীত।
কোটি সমর্থকের সেই চাওয়া শিগগিরই পূরণ হতে পারে, যদি পিএসজির চেয়ারম্যান নাসের আল খেলাইফি সত্যি সত্যিই তা চেয়ে বসেন। পিএসজি যদি সত্যিই জুভেন্টাস ফরোয়ার্ডকে রাজি করাতে পারে, তাহলে সেটি বিশ্ব ফুটবলে বিশাল ঘটনারই সাক্ষী হয়ে থাকবে।
প্রসঙ্গত, আগামী জুনে পিএসজির সঙ্গে এমবাপের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। এরপর ফ্রি এজেন্ট এমবাপে। ইরোপের ফুটবল বাজারে গুঞ্জন, আগামী মৌসুমে পিএসজি ছেড়ে রিয়ালে নাম লেখাবেন তিনি। এদিকে আগামী ৩০ জুন রোনালদোও ফ্রি এজেন্ট হয়ে যাবেন জুভেন্টাসে।