ছড়িয়েছে তীব্র আতঙ্ক৷ জারি হয়েছে বিশেষ সতর্কতা৷ সৌদি আরবের রাজধানী শহরে আছড়ে পড়েছে ইয়েমেন থেকে আসা মিসাইল৷ সংবাদ সংস্থা আল জাজিরা জানাচ্ছে, এই হামলায় জড়িত হুথি বিদ্রোহীরা৷ গত কয়েক বছর ধরে তাদের দখলে ইয়েমেনের রাজধানী৷
রয়টার্স জানাচ্ছে, আরব রাজধানীতে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে৷ জনগণ আতঙ্কিত৷
বিবিসির খবর, হামলার দায় স্বীকার করেছে হুথিরা৷ হামলার লক্ষ্য রিয়াদের বিখ্যাত আল ইয়ামামা প্যালেস৷ অনেক দূর থেকে কালো ধোঁয়া দেখা যাচ্ছে৷ পরিস্থিতি সঠিক কী তা এখনো জানা সম্ভব নয়৷ সম্প্রতি আরও একবার হুথিদের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছিল রিয়াদ বিমান বন্দরের পাশে৷
ইয়েমেনের গৃহযুদ্ধে দেশটির সরকার মনসুর হাদিকে সমর্থন করেছে সৌদি আরব সহ অন্যান্য আরব সুন্নি মুসলিম দেশগুলি৷ হাদির সমর্থনে বিশাল সেনা অভিযান চালাচ্ছে সৌদি জোট৷ কিন্তু ইয়েমেনের রাজধানী শহর এখনো হুথি গোষ্ঠীর দখলে৷