অভিজিৎ রায় হত্যায় পুরস্কার ঘোষিত গ্রেফতারকৃত মোঃ আরাফাত রহমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। তার সাংগঠনিক নাম, সিয়াম ওরফে সাজ্জাদ (২৪)।
এর আগে শুক্রবার রাত সাতটার দিকে ঢাকার সাভার থানার আমিন বাজার বরদেশী এলাকা হতে ঢাকা জেলা ডিবি পুলিশ (উত্তর) এর সহায়তায় ডিএমপি’র কাউন্টার টেরোরিজম বিভাগ তাকে গ্রেফতার করে।
এ পর্যন্ত অভিজিৎ রায় হত্যাকান্ডের ঘটনায় ১১ জন গ্রেফতার হয়েছে। এদের মধ্যে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম কর্তৃক গ্রেফতারকৃত ২ জন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।