বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আরো দুই বছরের টাইটেল স্পন্সরের চুক্তি করলো বাংলাদেশের মোবাইল অপারেট রবি। চ্যাম্পিয়নস ট্রফির পর থেকে ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের জার্সিতে রবির লোগোই শোভা পাবে বলে কাল ঘোষণা করেছেন বিসিবির মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ।
২০১৫ সালে মার্কেটিং এজেন্ট টপ অব মাইন্ড ৪১ কোটি ৪১ লাখ টাকায় স্বত্ব কিনে বিক্রি করেছিল রবির কাছে। কিন্তু কত টাকায়, সেটি প্রকাশ করা হয়নি। সেবার ভিত্তিমূল্য ৩০ কোটি টাকা হলেও এবার ছিল এর দ্বিগুণ, ৬০ কোটি টাকা। এবার নিজেরাই সরাসরি টেন্ডারে অংশ নিয়ে স্বত্ব পেলেও টাকার অঙ্ক প্রকাশ করেননি রবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ।