ডিএমপি নিউজঃ রাজধানীতে চলছে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ। ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ, জনসচেতনতা এবং ট্রাফিক শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে ১৫ জানুয়ারি হতে শুরু হয়েছে ট্রাফিক শৃঙ্খলা এ কার্যক্রম। ৩১ জানুয়ারি পর্যন্ত ট্রাফিক শৃঙ্খলা পক্ষ চলার কথা থাকলেও তা আরো ২ দিন বাড়িয়ে ২ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। গত ১৫ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ১৬ দিনের ফলাফল নিম্নে উল্লেখ করা হল।
ট্রাফিক শৃঙ্খলা পক্ষ চলাকালীন সময়ে গত ১৬ দিনে রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মোট ৯৫,৮৩৫টি মামলা ও ৪,৯২,৪২,৭৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ।
উল্লেখ্য মামলার মধ্যে রয়েছে বাস/মিনিবাসের বিরুদ্ধে ১৫,০০৩টি, ট্রাকের বিরুদ্ধে ৫৩১টি, কাভার্ড ভ্যানের বিরুদ্ধে ২৭৩১টি, সিএনজি’র বিরুদ্ধে ১২,৪০৭টি, ট্যাক্সি ক্যাবের বিরুদ্ধে ২৪টি, কার/জিপ ৯,৬৯৪টি, মাইক্রোবাসের বিরুদ্ধে ২,৪১৭টি, পিকআপের বিরুদ্ধে ৪,২০৫টি, হিউম্যান হলারের বিরুদ্ধে ২৭৯টি, মোটর সাইকেলের বিরুদ্ধে ৪০,৭৫৩টি ও অন্যান্য গাড়ির বিরুদ্ধে ১,৭৮১টি মামলা দেয়া হয়েছে। এছাড়াও এ সময় ৪০৭টি গাড়ি ডাম্পিং ও ১২,৪২০টি গাড়ি রেকারিং করা হয়।
রাজপথে শৃঙ্খলা ফিরাতে ও ট্রাফিক আইন সম্পর্কে সবাইকে সচেতন করে তুলতে এ অভিযান আগামী ২ ফেব্রুয়ারি, ২০১৯ পর্যন্ত চলবে।