আর্জেন্টিনায় বিশ্বের দ্বিতীয় উচ্চতম পাহাড় আকনখাগুয়ার পাশে বাস উল্টে ১৯ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার আর্জেন্টিনা-চিলি সীমান্তের কাছে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের দূরত্ব এক হাজার কিলোমিটার।
চিলির পরিবহন প্রতিষ্ঠান টারবাসের মালিকানাধীন বাসটি আর্জেন্টিনার মেন্ডোজা প্রদেশ থেকে ৪০ যাত্রী নিয়ে চিলি যাচ্ছিল।
মেন্ডোজা প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তা অস্কার সাগা জানান, ঘটনাস্থলেই ১৬ জন নিহত হন। বাকি তিনজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।
একই প্রদেশের অ্যাটর্নি জেনারেল অ্যালেজান্দ্রো গুসে জানিয়েছেন, দুর্ঘটনায় বেঁচে যাওয়া দুই বাসচালককে আটক করা হয়েছে। তাঁরা চিলির নাগরিক। তাঁদের উসপালাটা শহরে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক যাত্রী বিবিসিকে জানিয়েছেন, যাত্রীরা বারবার নিষেধ করার পরও দ্রুতগতিতে বাস চালাচ্ছিলেন চালক।
আরেকজন যাত্রী জানিয়েছেন, তিনি তখন ঘুমাচ্ছিলেন। ঘুম ভেঙে দেখলেন বাস উল্টে যাচ্ছে।
এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে উত্তর-পশ্চিম আর্জেন্টিনায় একটি বাস সেতু থেকে পড়ে যায়। এতে নিহত হন ৪১ জন।সূত্রঃএনটিভি