আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মধ্যকার ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন ইরানের রেফারি আলিরেজা ফাঘানি। আলিরেজার সঙ্গে সহকারী হিসেবে থাকবেন তার স্বদেশি রেজা সোকহানদান ও মোহাম্মদ মনসুরি। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন চিলির হুলিও বাসকুনান। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।
২০০৮ সাল থেকে ফিফার রেফারিদের তালিকাভুক্ত হলেও এই বিশ্বকাপেই প্রথম মাঠে থেকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় আলিরেজাকে। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচের চতুর্থ রেফারির দায়িত্ব পালনকারী আলিরেজা চলমান রাশিয়া বিশ্বকাপে জার্মানি-মেক্সিকো ও সার্বিয়া-ব্রাজিল ম্যাচ পরিচালনা করেছেন।