একে তো সরাসরি রাশিয়া বিশ্বকাপে যোগ্যতা অর্জন ঝুলে রয়েছে আর্জেন্টিনার ৷ তার মধ্যে আবার দুঃসংবাদ আলবিয়েস্তে শিবিরে৷ সার্জিও আগুয়েরো সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন৷ ফলে বিশ্বকাপ বাছাইপর্বে পেরু ও ইকুয়েডরের বিপক্ষে শেষ দুটি মহাগুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না তিনি৷
কলম্বিয়ান সংগীতশিল্পী মালুমার একটা কনসার্ট দেখতে আমস্টারডামে গিয়েছিলেন ম্যান সিটি স্ট্রাইকার৷ সেখান থেকে ট্যাক্সি করে ফিরছিলেন বিমানবন্দরে৷ মাঝরাস্তায় ট্যাক্সি চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটা পোস্টে ধাক্কা মারেন৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই গাড়ি থেকে দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ গাড়িটা সামনের দিকে একেবারেই দুমড়ে মুচড়ে গেছে৷ যেভাবে রাস্তার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেয়েছে, হতে পারত আরও বড় কিছু ৷ আগুয়েরোর তেমন কোনো কিছু হয়নি, শুধু পাঁজরের হাড় ভেঙেছে বলে জানা গেছে৷ আর সেটাই তাঁকে দুই মাসের জন্য মাঠ থেকে ছিটকে দিয়েছে৷ রিপোর্টে জানা গেছে, সিট বেল্ট পরেছিলেন আগুয়েরো৷ কিন্তু তার ট্যাক্সি রাস্তার খুঁটির সঙ্গে সংঘর্ষ লাগলে পাঁজর ভেঙে যায়৷ ম্যান সিটি কিংবা আর্জেন্টিনার জাতীয় দল আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও প্রাথমিকভাবে জানা গেছে তাকে ৭-৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে৷
এই মরশুমে সিটির হয়ে দারুণ খেলছিলেন আগুয়েরো৷ প্রমিয়র লিগে এর মধ্যেই ছয় গোল করে ফেলেছিলেন৷ কিন্তু চোট ছিটকে দিল মাঠ থেকে৷ সামনের মাসে আর্জেন্টিনার মহাগুরুত্বপূর্ণ বিশ্বকাপ বাছাই, খেলতে পারবেন না তাতেও৷ তাই গুয়ার্দিওয়ালা ও সাম্পাওলি উভয়েরই বিপদ বাড়ল সেটা বলার অপেক্ষা রাখে না৷