এপিবিএন-৫ এর পুলিশ সদস্য দ্বীন ইসলাম মৈশান কুয়ালালামপুর, মালেশিয়ায় অনুষ্ঠিত ১৮তম আর্ন্তজাতিক মাইলো ওপেন কারাতে চ্যাম্পিয়নশীপ ২০১৭ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৬০ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ অর্জন এবং ভেটারেন মাস্টার কাতা ও ভেটারেন মাস্টার কুমিতে ফাইট-এ ২টি রৌপ্য অর্জন করেন। তিনি ৩টি পদক অর্জন করে বাংলাদেশের সবোর্চ্চ রেকর্ড অর্জন করেছেন।
বাংলাদেশ পুলিশের প্রতিনিধি হয়ে দ্বীন ইসলাম মৈশান কারাতে জাতীয় পর্যায়ে ১৭টি স্বর্ণ পদক, ৮টি রৌপ্য পদক, ৬টি তাম্র ব্রোঞ্জ এবং আর্ন্তজাতিক পর্যায়ে ৬টি স্বর্ণ পদক ও ১টি তাম্র ব্রোঞ্জ অর্জন করেছেন।
এছাড়াও তিনি ২০১৬ সালে বাংলাদেশ পুলিশ স্পোর্টস ইভিনিং- এ বর্ষসেরা শ্রেষ্ঠ খেলোয়াড় হিসাবে নির্বাচিত হয়েছিলেন।