পিছিয়ে পড়লেও রবের্তো ফিরমিনোর হ্যাটট্রিকে আর্সেনালকে ৫-১ গোলে উড়িয়ে দিল লিভারপুল। এতে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও শক্ত করলো তারা ৯ পয়েন্টে এগিয়ে থেকে।
উলভসের বিপক্ষে দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের ২-১ গোলে হার লিভারপুলকে শিরোপার দৌড়ে আরও ভালোভাবে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। সেটা হাতছাড়া করেনি অল রেডরা।
অবশ্য শুরুতে এগিয়ে যায় গানাররা। ১১ মিনিটে দেহান লভরেন বলের দখল হারালে অ্যালেক্স আইওবি পাস দেন এইন্সলে মাইটল্যান্ড-নাইলসের কাছে, লিভারপুল গোলরক্ষক আলিসনকে পরাস্ত করতে বেশি কষ্ট হয়নি তার। এই মৌসুমে অ্যানফিল্ডে এনিয়ে তৃতীয় গোল খেল লিভারপুল।
আর্সেনাল ৩ মিনিটের বেশি লিড ধরে রাখতে পারেনি। তাদের এলোমেলো রক্ষণের সুযোগ নিয়ে ১৪ মিনিটে সমতা ফেরান ফিরমিনো। দুই মিনিট পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এগিয়ে দেন লিভারপুলকে। তিন ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষক বার্নড লেনোকে পরাস্ত করেন ফিরমিনো।
মোহাম্মদ সালাহর অ্যাসিস্টে ৩২ মিনিটে ৩-১ করেন সাদিও মানে। বিরতির ঠিক আগেই সক্রেটিস পাপাস্তাথোপুলোস বক্সের মধ্যে ফেলে দেন সালাহকে। পেনাল্টি থেকে মিশরীয় ফরোয়ার্ড করেন চতুর্থ গোল।
দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে একটি গোল শোধ দেওয়ার সুবর্ণ সুযোগ হারায় আর্সেনালের অ্যারন রামসে। বাকি সময় ঘুরে দাঁড়াতে পারেনি গানাররা। বরং তাদের ফেরার সব আশা শেষ করে দেন ফিরমিনো। সিড কোলাসিনাক বক্সের মধ্যে ফেলে দেন লভরেনকে। পেনাল্টি থেকে প্রিমিয়ার লিগে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পান ফিরমিনো। রবিনহো ও আফোনসো আলভেসের পর তৃতীয় ব্রাজিলিয়ান হিসেবে লিগে হ্যাটট্রিক করলেন তিনি।
এই জয়ে লিভারপুল দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যামের সঙ্গে ৯ পয়েন্টে ব্যবধান বাড়াল। ২০ ম্যাচে ৫৪ পয়েন্ট তাদের। রবিবার সাউদাম্পটনের মাঠে জিতলে ম্যানসিটি ব্যবধান কমাবে ৭ পয়েন্টে।