ইংলিশ ক্লাব আর্সেনাল ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দিচ্ছেন ওয়েলসের মিডফিল্ডার অ্যারন রামসি। জুভেন্টাসের সঙ্গে চার বছরের চুক্তির খবরটি সোমবার (১১ ফেব্রুয়ারি) নিশ্চিত করেছে জুভিরা।
এর আগে গত মাসের (জানুয়ারি) শুরুতে সিরি আ’র ক্লাবটির সঙ্গে চুক্তির খবর জানান রামসি। এবার ১১ বছর পর আর্সেনাল ছেড়ে ইতালিয়ান ক্লাবে পাড়ি জমিয়েছেন ২৮ বছর বয়সী মিডফিল্ডার । তাতে জুভিদের হয়ে প্রত্যেক সপ্তাহে ৪ লাখ পাউন্ডের বেশি অর্থ আয় করবেন তিনি। যা তাকে মূল বেতনের দিক দিয়ে সবচেয়ে বেশি আয়কারী ব্রিটিশ খেলোয়াড়ে পরিণত করতে যাচ্ছে। অবশ্য রামসির জুভেন্টাসে যোগ দেয়ার ক্ষেত্রে আর্সেনাল কোনো টাকা পাবে না। চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ফ্রিতেই তিনি রোনালদো-মানজুকিচদের সঙ্গে যোগ দিবেন।
২০০৮ সালে ইনিংস ক্লাব আর্সেনালে যোগ দেয়ার পর থেকে ২৫৬ ম্যাচ খেলেন রামসি। যেখানে তার গোল সংখ্যা ৩৮টি। এর মাঝে ২০১০ থেকে ২০১১ সালে নটিংহাম ফরেস্টের হয়ে ৫টি ম্যাচ ও কার্ডিফ সিটিতে ধারে ৬টি ম্যাচ খেলেন রামসি। চলতি মৌসুমে রামসি আর্সেনালের হয়ে ২২ ম্যাচে মাঠে নেমেছেন। গোল করেছেন দুটি। তার মধ্যে অক্টোবরে ফুলহ্যামের বিপক্ষে চোখ ধাঁধাঁনো একটি গোল করেছেন। যেটা চলতি মৌসুমের সেরা গোল হওয়ার তালিকায় স্থান পাবে বলে অনেকেই মনে করছেন।
এই বছরের জুলাইয়ে জুভেন্টাসের হয়ে যোগ দেবেন ওয়েলস এই তারকা।