যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার পরমাণু আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে এবং এই আলোচনা চলতি মাসের শেষের দিকে হতে পারে। এই ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।দক্ষিণ কোরিয়ার চিপস অব স্টাফ জানিয়েছেন, দক্ষিণ পিয়নগান প্রদেশ থেকে উত্তর কোরিয়ায এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে।
সোমবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে আমরা সতর্ক আছি, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং এ নিয়ে আমাদের আঞ্চলিক মিত্রদের সঙ্গে প্রতিনিয়ত আলোচনা করছি।
উত্তর কোরিয়ার এই বৈঠকের ঘোষণা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গতকাল সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, এ ধরনের বৈঠক আগ্রহ-উদ্দীপক। আমি সবসময় বলি আলোচনা ভালো কিছু, মন্দ কিছু নয়। দেখা যাক কি হয়।
তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, আমরা এখনো এ ধরনের কোনো বৈঠকের কথা ঘোষণা করি নি। তথ্যসূত্র: পার্সটুডে।