ডিএমপি নিউজঃ বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী জীশান মির্জা বলেছেন, এই করোনাকালে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা মানুষের সেবায় নতুন ইতিহাস গড়ে তুলেছেন। আমরা পরিবারের মানুষ তাদের পাশে না থাকলে, মানসিকভাবে শক্তি না দিলে এই কাজ করা কঠিন হতো। আমরা আলোর দিশারী হয়ে পুলিশ বাহিনীর পাশে থাকবো।
বুধবার (২৯ জুলাই) বেলা ১১ টায় রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে পুনাকের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পুনাকের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে একথা বলেন পুনাক সভানেত্রী জীশান মির্জা।
তিনি বলেন, এই করোনার সময় পুনাকের উৎপাদন কর্মী ও স্টাফরা পাশে ছিল বলেই পুনাকের কার্যক্রম অব্যাহত আছে। পুলিশ সদস্যের সন্তানদের আগ্রহ অনুযায়ী প্রশিক্ষণ প্রদানে সর্বাত্মক সহযোগিতা করার কথাও বলেন তিনি।
ঈদুল আজহা উপলক্ষে পুনাকের ৭৭ জন উৎপাদন কর্মী ও অফিস স্টাফদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন পুনাক সভানেত্রীসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা।
ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পুনাকের সাধারণ সম্পাদিকা খাদিজা ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।