২০১৯ এই নাকি বিয়ে করতে চলেছেন আলিয়া-রণবীর ৷ পাকা কথা হয়ে গিয়েছে ৷ ঋষি কাপুর সুস্থ হয়ে উঠলেই বাজবে আলিয়া-রণবীরের বিয়ের সানাই৷ কবে, কোথায় বিয়ে হবে সেই বিষয় যদিও কিছুই জানা যায়নি৷ তবে তাঁদের ঘনিষ্ঠ সূত্র মারফত এইটুকু জানা গিয়েছে যে চিন্টুজির শরীর ঠিক হলেই বিয়ের প্রস্তুতি শুরু করে দেবেন তারা৷
সম্পর্ক নিয়ে ঢাকঢাক রবটা এখন আর বলিউডের নায়ক-নায়িকাদের মধ্যে নেই। বরং সব বিষয়ে খোলামেলা তারা। কিন্তু ইদানিং ধরি মাছ না ছুঁই পানি-এমন ভাবে প্রেমপর্ব চলছে বলিপাড়ায়। হাবভাবে বোঝাচ্ছেন পুরা ডাল মে কুছ কালা হে! আর এদিকে মুখে রা পর্যন্ত করছেন না।
দীপিকা-ক্যাটরিনার পর এবার আলিয়ার সঙ্গে নাম জড়িয়েছে রণবীর কাপুরের। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ সেট থেকে শুরু হয়েছে এই গুঞ্জন। যা মুখে মুখে এখন টিনসেলেন ক্রিসপি গসিপ। কিছুদিন আগে অবশ্য এই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছিলেন খোদ আলিয়া। কফি উথ করণে জানিয়েছিলেন, প্রেমে পড়ার প্ল্যান আর নেই তার ৷ সরাসরি রণবীরকে বিয়ে করতে চান।
অন্যদিকে কয়েক মাস আগে, একটি সাক্ষাৎকারে রণবীরকে প্রশ্ন করা হয় তিনি আলিয়াকে ডেট করছেন কিনা ৷ তাড়াহুড়োর মধ্যে রণবীর বলে ফেলেছিলেন, এখন ব্যাপারটা খুবই নতুন, তাই এ বিষয় এখন কথা না বলাই বেটার ৷ কারণ বেশি কথা বললেই সম্পর্ক নষ্ট হয়ে যায় বলেই অনুমান অভিনেতার ৷ তবে খুব শীঘ্রই যে শুভ খবর পেতে চলেছেন দুই তারকার ভক্তরা তা বলাই যায় ৷