ডিএমপি নিউজ: আজ (১৭ অক্টোবর, ২০১৮) সকাল ১১.০০ টায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর সম্মেলন কক্ষে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে চট্টগ্রামে অনুষ্ঠেয় বাংলাদেশ-জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল এবং বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের মধ্যে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ গুলো সুষ্ঠু ও নির্বিঘ্নে পরিচালনার জন্য সিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা মূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় পুলিশ কমিশনার মহোদয় চট্টগ্রামে অনুষ্ঠেয় বাংলাদেশ-জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল এবং বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের মধ্যে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের নিরাপত্তা ব্যবস্থা ও নিরাপত্তা পরামর্শ/নির্দেশনা সম্পর্কে সকলকে অবহিত করেন।
তিনি চট্টগ্রামে অনুষ্ঠেয় বাংলাদেশ-জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল এবং বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের মধ্যে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ চলাকালীন নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং নিরাপত্তা নির্দেশনা/পরামর্শ প্রতিপালনের জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
সভায় পুলিশ কমিশনার মহোদয় ক্রিকেট ম্যাচ নিরাপদে ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সকল সংস্থাকে নিজ নিজ দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করার উপর গুরুত্ব আরোপ করেন।
উক্ত সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব কুসুম দেওয়ান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বিসিবি, বিভাগীয় কমিশনার, সিডিএ, র্যাব-৭, জেলা প্রশাসন, ভেন্যু ম্যানেজার, সেনাবাহিনী, বিমান বাহিনী, ডিজিএফআই, এনএসআই, চমেক হাসপাতাল, ওয়াসা, এপিবিএন, রেলওয়ে পুলিশ, বিভাগীয় তথ্য অফিস, পিডিবি, বিটিসিএল, সিভিল সার্জন, বিআরটিএ, এয়ারপোর্ট ম্যানেজার, সিসিএল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, হোটেল রেডিসন ব্লুসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।