ভারতের মোতেরা স্টেডিয়ামের নাম বদলে রাখা হয়েছে সর্দার বল্লভ ভাই স্টেডিয়াম। আহমেদাবাদে বিশ্বের সব থেকে বড় স্টেডিয়াম তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে।
এক লাখ দশ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন আহমেদাবাদের এই স্টেডিয়ামে। এর আগে মোতেরাতে ৫৩ হাজার দর্শক বসে খেলা দেখতে পারতেন।
২৪ এবং ২৫ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নবনির্মিত সর্দার বল্লভ ভাই স্টেডিয়ামের উদ্বোধন করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২০২১ সালে ফেব্রুয়ারিতে পাঁচ টেস্টের সিরিজ খেলতে ভারতে আসবে ইংল্যান্ড। ওই সিরিজে একটি দিন-রাতের টেস্ট খেলবে ভারত।
ভারতের মাটিতে ইডেন গার্ডেন্সের পর গোলাপি বলে টেস্টের দ্বিতীয় ভেনু হতে চলেছে আহমেদাবাদের এই নতুন স্টেডিয়াম। তা একপ্রকার নিশ্চিত। রবিবার অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে সিলমোহর নাকি পড়ে গিয়েছে।