ডিএমপি নিউজঃ বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রথম কর্মকর্তা হিসেবে আয়রনম্যান ৭০.৩ তুরস্ক ২০২১ এ অংশ নিলেন পুলিশ কর্মকর্তা মিশু বিশ্বাস। পুলিশের এ কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত আছেন।
আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতায় বিরতীহীন ভাবে ১.৯কিমি সাঁতার, ৯০ কিমি সাইক্লিং ও ২১.১ কিমি দৌড় ৮ ঘন্টা ৩০ মিনিটের মধ্যে শেষ করতে হয়। এই প্রতিযোগিতায় ৮৩ টি দেশ থেকে ৩৩০০ প্রতিযোগি অংশগ্রহণ করেন। বাংলাদেশ থেকে একমাত্র প্রতিযোগি হিসেবে মিশু বিশ্বাস এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
গত নভেম্বর, ২০২০ এ তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রথম কর্মকর্তা হিসেবে বাংলা চ্যানেল পাড়ি দেন।
এছাড়াও তিনি বঙ্গবন্ধু ম্যারাথন, ম্যারিন ড্রাইভ ৫০ কিমি আল্ট্রা ম্যারাথন এবং সিংগাপুর হাফ ম্যারাথন ও থাইল্যান্ড ম্যারাথন সহ প্রায় ২০ টি হাফ ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
পুলিশ কর্মকর্তা মিশু বিশ্বাস বলেন, মাননীয় আইজিপি স্যার, মাননীয় কমিশনার স্যার সবসময় আমার এসব প্রতিযোগিতায় অংশগ্রহণকে সাধুবাদ দিয়েছেন। চাকরির পাশাপাশি এসব এক্টিভিটিস এর মাধ্যমে পুলিশের ইমেজ বৃদ্ধির জন্য আমাকে অনুপ্রেরণা দিয়েছেন, পাশে থেকেছেন।
প্রতিযোগিতায় নাভানা গ্রুপ সহযোগী পার্টনার হিসেবে ছিল বলে পুলিশের এ কর্মকর্তা জানান।