২০২১-২২ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ফিল ফোডেন।
প্রথম খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয় বারের মত এই গৌরব অর্জন করলেন ২১ বছর বয়সী এই ফুটবলার। চলতি মৌসুমে ২৭টি ম্যাচে মাঠে নেমেছেন ইংলিশ তারকা। করেছেন ৯টি গোল এবং ৫টি অ্যাসিস্ট।
ইপিএলের সেরা তরুণ ফুটবলার হওয়ার লড়াইতে ফোডেনের সঙ্গে লরাইয়ে ছিলেন ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড, টাইরিক মিচেল, মেসন মাউন্ট, অ্যারন র্যামসডেল এবং বুকায়ো সাকা।