ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে এ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে হারিয়ে নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে ওয়েস্ট হ্যাম।
ম্যাচের ৭ মিনিটেই বেন জনসনের গোলে লিড পায় ওয়েস্ট হ্যাম। ৩৪ মিনিটে ওয়াটকিন্সের গোলে সমতায় ফিরে এ্যাস্টন ভিলা। ৩৮ মিনিটে ডিক্লান রাইসের গোলে আবারো এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। দ্বিতীয়ার্ধের ৮০ ও ৮৪ মিনিটে আরও দুই গোল পায় তারা।
এই জয়ের ফলে ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ওয়েস্ট হ্যাম।