ডিএমপি নিউজঃ গত ২০ সেপ্টেম্বর, ২০২০ (রোববার) ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনকে ৫-২ গোলে হারিয়ে এই মৌসুমে প্রথম জয়ের স্বাদ পেল টটেনহ্যাম হটস্পার। এটা ছিল এই মৌসুমে তাদের দ্বিতীয় ম্যাচ।
গতকালেন ম্যাচে টটেনহ্যাম এর পক্ষে দক্ষিণ কোরিয়ান তারকা সন হেয়াং মিন একাই চার গোলে দিয়েছেন।
স্বভাবতই সনের এই পারফরমেন্স মুগ্ধ টটেনহ্যাম হটস্পার এর কোচ হোসে মরিনহো। মাত্রই তিনি দলে ভিড়িয়েছেন টটেনহ্যামে সাবেক তারকা বেলকে। যদিও ইনজুরির কারনে ওয়েলস এই তারকা মাঠে নামতে পারেন নি।