ইংলিশ প্রিমিয়ার লিগে উলভসকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরো মজবুত করেছে আর্সেনাল।
গতরাতে (শনিবার) অনুষ্ঠিত এই ম্যাচের ৫৪ মিনিটে মার্টিন ওডেগার্ড এর গোলে এগিয়ে যায় আর্সেনাল। ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি ।
এ জয়ের ফলে ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থানে রয়েছে আর্সেনাল। সমান সংখ্যক ম্যাচে ৩২পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি।