দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৭ রানের জয় পেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
গতকাল (শুক্রবার) অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৮ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।
জবাবে ব্যাটে করতে নেমে ১৯.২ ওভারে বিনা উইকেটে ১৪৬ রান তুলে দুর্দান্ত শুরু করে ইংল্যান্ড। এরপরই শুরু হয় ব্যাটিং বিপর্যয়। শেষ পর্যন্ত ৪৪.২ ওভারে ২৭১ রানে অলআউট হয়ে ইংল্যান্ড।