ফুটবল লেখক ও ক্রীড়া সাংবাদিকদের ভোটে সেরা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার রহিম স্টার্লিং। সোমবার ৬২ শতাংশ ভোট পেয়ে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হন ২৪ বছর বয়সী এই ফুটবলার।
তিনি পেছনে ফেলেছেন দ্বিতীয় হওয়া লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ভন ডাইককে। তৃতীয় হয়েছেন সিটির আর্জেন্টাইন ফরোয়ার্ড সের্হিও আগুয়েরো।
তবু ইতিহাস হয়ে গেছে ম্যানচেস্টার সিটির। ১৯৬৯ সালের পর এই প্রথম সিটির কোনো ফুটবলার হলেন বর্ষসেরা। ইংলিশ লিগের চলতি আসরে ১৭ গোল করেছেন স্টার্লিং। উয়েফা চ্যাম্পিয়নস লিগে তার গোল সংখ্যা ৫টি। এ ছাড়া সতীর্থদের দিয়েও বেশ কয়েকটা গোল করিয়েছেন ইংলিশ তারকা।
আগের দিন প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) ২০১৮-১৯ মৌসুমের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন স্টার্লিং। খেলোয়াড়দের ভোটে বর্ষসেরার লড়াইয়ে ভন ডাইকের পেছনে থেকে দ্বিতীয় হন তিনি।