যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ইউক্রেনকে ক্লাস্টার বোমা (গুচ্ছ যুদ্ধাস্ত্র) সরবরাহের ঘোষণা দিয়েছে। কিয়েভের বাহিনী রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণে কঠোর লড়াইয়ের মুখোমুখি হওয়ায় শুক্রবার যুক্তরাষ্ট্র এই ঘোষণা দিয়েছে।
এই পদক্ষেপে অবিস্ফোরিত বোমাগুলোর বিপদের কারণে মানবাধিকার গ্রুপগুলো যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করছে। তবে ওয়াশিংটন বলেছে, এ ব্যাপারে কিয়েভের কাছ থেকে তারা আশ্বাস পেয়েছে যে, এই যুদ্ধাস্ত্র জনবহুল এলাকায় ব্যবহার না করা সহ বেসামরিক নাগরিকদের ঝুঁকি হ্রাসের বিষয়টি তারা নিশ্চিত করবে।
প্রেসিডেন্ট জো বাইডেন সিএনএন’কে বলেছেন, এই অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত ‘খুব কঠিন’ ছিল কিন্তু ইউক্রেনের বাহিনীর ‘গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে।’
বাইডেন বলেন, ‘হয় তাদের কাছে এখন রাশিয়ানদের থামানোর জন্য অস্ত্র থাকতে হবে, নয়তো এই এলাকায় ইউক্রেনকে তাদের অভিযান থেকে বিরত থাকতে হবে। আমি মনে করি তাদের এই অস্ত্রের প্রয়োজন ছিল।
এই নতুন সামরিক সহায়তা প্যাকেজের ক্লাস্টার বোমার উল্লেখ করে পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, এটি ‘দ্বৈত-উদ্দেশ্য উন্নত প্রচলিত যুদ্ধাস্ত্র (ডিপিআইসিএম, আর্টিলারি বা ভূমি থেকে ভূমিতে ব্যবহারের মিসাইল ওয়্যারহেড)। ছবি:ভোয়া